যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক করোনায় আক্রান্ত

যশোরে নতুন করে আরও দশ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, তার কন্যা দেবযান রায় এবং ব্যক্তিগত গাড়ির চালক রানাপ্রসাদ সানী রয়েছেন।  
এর আগের দিন ডা. দিলীপ কুমার রায়ের স্ত্রী ডা. অঞ্জনা রায়ের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। ডা. অঞ্জনা রায় যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং অ্যানেসথেসিস্ট। তিনি ক্যানসারে আক্রান্ত। সিরাজগঞ্জের একটি ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপি নিয়ে রবিবার তিনি যশোরে ফেরেন। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ হাসপাতালের তত্ত্বাবধায়কের সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে বুধবার যশোরের ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১০টি নমুনায় করোনা পজেটিভ পাওয়া যায়। এই দশ জনের মধ্যে মণিরামপুর উপজেলার দুইজন, অভয়নগরের চারজন এবং শার্শার একজন রয়েছেন। বাকি তিনজন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, তার কন্যা এবং ব্যক্তিগত গাড়ির চালক।
বিডি প্রতিদিন/এ মজুমদার
বিডি প্রতিদিন/এ মজুমদার
Previous
Next Post »