নতুনভাবে বাংলা শিখি

শিশুদের ইসলামিক নিয়মে বাংলা শেখানোর একটি প্রচেষ্টা।।

অক্ষর-   শব্দ - শব্দার্থ - বাক্য

- অমর -চিরস্থায়ী -আল্লাহ্‌ অমর,তার কোনো শেষ নাই

- আল্লাহ্‌ -আল্লাহ্‌ -আল্লাহ্‌ আমাদের মালিক,তিনিই আমাদের রব

- ইসলাম -শান্তি -ইসলাম আল্লাহ্‌ তা'য়ালার মনোনীত শেষ বিধান

- ঈমান -দৃঢ় বিশ্বাস -ঈমান নিয়ে মৃত্যু চাই,জান্নাতবাসী হতে চাই
ঈমান ছাড়া মৃত্যু হলে জাহান্নামে শাস্তি হবে

-উম্মাত -জাতি বা দল -আমরা মহানবী (স:) এর উম্মাত

-ঊষা -প্রভাত -ঊষার শুরু করেন আল্লাহ্‌,তিনিই আনেন আধারে আলো

-ঋজিক -জীবনসামগ্রী -আল্লাহ্‌ আমাদের ঋজিকদাতা

-একক -একা বা এক -আল্লাহ্‌ এক এবং অদ্বিতীয়,তার কোনো শরীক নাই

-ঐক্যবদ্ধ -এক সাথে -ঐক্যবদ্ধভাবে নামায পড়ি,ভ্রাতিতের সম্পর্ক গড়ে তুলি

-ওহি -পবিত্র বাণী -কোরআন হলো আল্লাহ্‌ তা'য়ালার ওহি

-ঔষধ -ঔষধ -ঔষধ আল্লাহ্‌ তা'য়ালার নিয়ামত,নবীজি তা পান করেছেন হয়েছে তা সুন্নাত





লেখক : ( মু মো আ স্ম )

My Bangla 
Previous
Next Post »