খুলনা বিভাগ কেন ঝািনাইডা জেলা নিয়ে গর্বিত!!

বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস ...
দেশের একমাত্র করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত জেলা এই খুলনা বিভাগে পাওয়া গেছে।
গ্রিন জোন
ঝালকাঠি জেলা - উইকিপিডিয়া
খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন চিহ্নিত জেলা ঝিনাইদহ, অর্থাৎ এটি লকডাউন নয়।
ঝালকাঠি জেলার ৭৫টি উপজেলাকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে
খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে।
এই জেলা গুলোকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

ইয়েলো জোন
খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরা জেলাকে।
বিভাগের এই জেলা গুলো আংশিক লকডাউন বলা হচ্ছে।

তথ্যঃ স্বাস্থ্য অধিদপ্তর বুলেটিন

Previous
Next Post »